নীলাঞ্জনা
আমিতো তোমাকে বলেছি
আমার দুখের সঙ্গী হতে? না
আমার দুখের দিনের সঙ্গী
হতে হবেনা, যেমন আছি
তেমন থাকবো দাঁড়াতে
হবেনা পাশে।


নীলাঞ্জনা
দুঃখকে সাথি করে এখন
আর সুখ খুঁজিনা ক্লান্ত হইনা
যেমন আছি তেমনই রবো
আমার দুখের দিনে সঙ্গী হতে
হবেনা,  যেভাবে আছি
ভালোইতো।


নীলাঞ্জনা
যখন তোমায় ডেকে ছিলাম
ভালবাসার আলিঙ্গনে জয়
করবো জীবন, এখানে যেমন
আনন্দ থাকবে, থাকবে সুখ
খুঁজে সুখ ছুঁয়ে দেখার
আনন্দ তেমনি দুঃখকে জয়
করার মিলিত সংগ্রাম।


নীলাঞ্জনা
স্বপ্ন যদি মিলিয়ে যায় ঘোর
অমানিশায় তবে সেই স্বপ্নের
সারথি হতে চাইবে কেন
তুমি! স্বপ্ন এবং বাস্তবতায়
পরাজয় মেনে নিয়েছি
এখানে আর স্বপ্ন নেই নেই
প্রগাঢ় বিশ্বাস।