সুনন্দিতা একবছরের জন্য সুখ কিনতে চাই
সুখ কিনতে চাই পুরো এক বছরেরে জন্য...!
সুখ যদি কিনতে নাই পারি তবে দুঃখ বিক্রি করবো;
আমার কোন দুঃখ নেই, দুঃখ তাহলে বিক্রি করবো কী করে?
ভালোবাসলে দুঃখ পেতে হয় এ কথা হয়তো সবাই জানি।
যার কোন দুঃখ নেই তাহলে সুখ কিনবে কেমন করে!
হ্যাঁ সুনন্দিতা সুখ কিনতে চেয়ে এখনো দুঃখকে বড় ভালোবেসেছি;
অসময় আর সুসময় এর মাঝে নিজেকে হয়তো আটকে রেখে ছুটি জীবনের শুভমুহুর্ত আলিঙ্গনে রাখে বিরহী কোকিলের গানে এখনো প্রাণ পাই!
মানুষ মানুষের কথা বলবে এটি যেমন সত্যি তেমনি মানুষই মানুষের সুগম পথকে আটকে দেয় অসত্যবাদী বিক্রি করে নিজের কাজের জন্য উদ্দেশ্য সেখানে অসত।
একজন কবির কাছে গিয়ে কবি হতে চাইছিলাম কবিই সত্য আর সুন্দরের মূর্তপ্রতীক কবিই শান্তির গানে এখন সুর বাঁধেন সৃজনে কল্যাণে মানবতার মুক্তির চিরসত্য বাণী কবিই আমাদের শুনিয়ে থাকেন!