আজ অনেকদিন পর তোমায় দেখলুম প্রিয়তা
তুমি আছো ঠিক আগের মতো কিন্তু বদলে গেছে তোমার চারপাশ ;
অনেকটা সময় ছিলে পাশে কখনো কখনো আনমনা হয়ে তোমাকেই পলকহীন দেখিলুম
হলুম আমি আনন্দিত...
সেই চোখ সেই কালমেঘে ঢাকা বাতাসে উড়ে যাওয়া চুল
কপালে পরেছ লালটিপ, হাতে শাখা আর লালচুড়ি!
থমকে যায় চোখ মন।
এখনো স্বপ্নে যদিও তুমি আছো অনেক কাছে থেকে উপলব্ধি করি মধ্যরাতে জাগিয়ে রাখে তোমার ভালোবাসা!
ভালোবাসাযুক্ত মন অনাবিল বিশ্বাস জন্ম দেয় প্রগাঢ়ভাবে কাছে আনে বিষ্টিস্নাত রাত, দিবসের প্রথম সূর্য হয়ে আশার বাণী শোনায় সেই তোমার চোখ।