শরীর চায়
কী চায়?
বুঝে কোন প্রিয়জন!
আছে জল হেসে উঠে করে
শুধুই খলখল।
তুমি আর সে জানে কি তোমাদের কে
আছে সে হৃদয়ে অন্তযামী।


কে আসে কার পাশে
তুমি কি কবিতার রাণী
রাধা সে কৃষ্ণের
আসলে শুধু তাড়ি
বাড়ি আছে শাড়ি আছে
মন তার কোথাকার
যাও তুমি আছে কবি
আজীবন সে তোমারি।


কার গেছে কী গেছে
গুণে কোন গুণবতী
মার গল্প করোনা
মাসিকে বলোনা
প্রিয়জন সর্বজন তুমি নারী
হতে পারো কবিতার প্রেমিকা
কার ছিল কে নিল
ভেবে দেখে মহাজন
দামিগাড়ি, দামিঘর
থাকে কী নিরন্তর?