ফুলেশ্বরী

মোল্লা আজিজুল হক


জলেশ্বরীর একটি পাড়ে
ফুলেশ্বরী'র বাড়ি
কঠিন শীতে ফুলেশ্বরী'র
ছিল আহাজারি।

অবশেষে অল্প হলেও
মিলল গরম কাপড়
তারা কষ্টে থাকলে কাঁদে
প্রকৃতির অন্তর।