~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


       সূর্যের নিন্দায়
         চন্দ্র মুখর
           তার বিবেচনাবোধে
              হাসে দিবাকর।


        কেউ রাগে ফুঁসে ওঠে
                   চন্দ্রকথায়
         ঘরে ঘরে অন্তরে
          ক্ষোভ উছলায়।


        কেউ বলে বোকা তুই
          মুর্খের শেষ
            সূর্যের আলো ছাড়া
              তোর কিবা রেশ!


        চেয়ে দেখ নিজদেহ
       কার আলোয় গড়া
        সূর্য না থাকলে
       তুই হতি মরা।


        কে তাকাতো তোর পানে
          কে দিতরে দাম
            জানতো না কেউ তোর
              চন্দ্র যে নাম!


        বুঝে কেন করছিস
            উৎস আড়াল
  এই গ্লানি কুরে খাবে
     তোকে চিরকাল!


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~