. 🔥কোচিং বাণিজ্য
            –জহিরুল ইসলাম
       --------------------------
       প্রাইভেট আর কোচিং সেন্টারে
       ভরে গেছে দেশটা,
       শিক্ষাকাশে মেঘ জমেছে
       কোথায় ইহার শেষটা ?
       সুনীতি  থাকবে যদি
       কোন দেশের বুকে,
       তাহলে কেন এই অবস্থা
       বলাবলি  করে লোকে।


       শিক্ষার্থীদের গন্তব্য হবে
       বিদ্যাপীঠ প্রাঙ্গণ,
       ওরা কেন আজ কোচিংমুখী ,
       কেন দ্বিধাগ্রস্ত মন?
       কোথায় গেলে ভাল পাঠ পাবে
       এই তো তাঁদের আশা,
       তাহলে কেন এদের ভাগ্যে
       কোচিং বেঁধেছে বাসা?


       আমার মনে হয় সরকার দায়ী
       এই অবস্থার তরে,
       এক একটি ক্লাসে একশো ছাত্র
       কেমন করে পড়ে?
       কোন কোন ক্লাসে দেড়শো ছাত্র
       দাঁড়াবার ঠাঁই নাই,
       তবু তাদেরকে পড়াতে হয়-  
       এই তো অবস্থা ভাই।


       বাধ্য হইয়া অবশেষে তারা
       কোচিংয়ে যায় ছুটে,
       শেষ ভরসা ভাগ্যে যদি '
       এ-প্লাস' টা জুটে।
       এমন আশায় শেষ ভরসায়
       কোচিংয়ে যারা যায়,
       কোচিংয়ে গিয়ে তারা কি সেখানে
       উপযুক্ত শিক্ষা পায়?


       গার্ডিয়ানদের নিকট আমার প্রশ্ন-
       আসলে দোষটা কার্?
       কেউ বলবে শিক্ষকদের দোষ
       কেউ বলবে সরকার।
       প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে
       বিভিন্ন পরীক্ষাগুলোয়,
       রাখেন আপনার প্রাইভেট কোচিং
       শিক্ষাই গেছে চুলোয়।


       দেশের এমন নৈরাজ্য অবস্থা
       কাটতে অনেক দেরি,
       নয়টার ট্রেন কয়টায় ছাড়বে
       বলতে পারছি না,সরি!


  🌡️মনকান্দা,কেন্দুয়া,নেত্রকোণা।
       মোবাইল: ০১৬২২ ২৯ ২৬ ৫৭