.          ইসলামেরই সওদা নিয়ে
           এলো রে রাসূল,
           আমি এক আত্মভোলা
           আঁকা-বাঁকা জীবন চলা,
           জীবন খাতা খুলে দেখি
           সবই আমার ভুল।


           না রয় যদি কানাকড়ি
           ভাসিবে কি সোনার তরী?
           হৃদয় কেয়া ডুবে যাবে
           পাবি না রে কূল । ঐ


           পরপাড়ের নেই তো জানা
           ওরে মূর্খ অন্ধ কানা,
           করলি শুধু তাল বাহানা
           ষোল আনাই ভুল । ঐ


           দীনহীন জহিরুলে–
           অশ্রু সজল নয়ন জলে,
           কেঁদে কেঁদে খুঁজে ফিরে
           পুলসিরাতের কূল। ঐ