√       জহিরুল ইসলামের " কবর " কবিতা–


          কবর যে আসল বাড়ি
          এই চিন্তা সব ছাড়ি'
          ব্যম্ততা শুধু দুনিয়া নিয়া,
          এই মুহূর্তে মারা গেলে
          সব যাবে বিফলে
          কী হবে এতো সম্পদ দিয়া?


          এই চিন্তা কারো নাই
          যত পাই তত চাই
          দুর্নীতির সীমা গেছে ছাড়ি,
          অন্যের মালামাল
          মনে করি সব হালাল
          মুখে নেই সুশ্রী দাড়ি।


          আসলে কি জানে না
          না, তারা মানে না
          হাদিস, কোরআনের কথা,
          আমার তো মনে হয়
          এদের প্রাণেও আছে ভয়
          না বোঝে গোনাহ করে অযথা।


          জাহান্নামের আগুনের ভয়
          যদি মনে উদয় হয়
          সে তো গোনাহ করতে পারে না,
          কেউ দেখি নামাজ পড়ে
          আবার গোনাহও করে
          এঁরা কি কবরের ভয় করে না?