অন্যরকম ঈদের স্বাক্ষী হবে মুসলিম জাতি,
ঈদের আমেজ খাচ্ছে চিবিয়ে করোনার ঐ হাতি।
ফরজ নফল তারাবি সালাত পড়ছি ঘরের কোণে,
আযানের সুর শুনি হালকায়; মসজিদেরই ক্ষণে।
নামায আদায় করতে নিষেধ দিল্লির মসজিদে,
তিনটি মাসেও পড়িনি জুম্মা, মননে লেগেছে খিদে।


বন্দী হোটেলে সমস্ত রোজা রাখছি অটুট মনে,
নেক-হায়াতের দীর্ঘ সময় চাচ্ছি খোদার সনে।
জামাত বন্দি নামাজের তৃষ্ণা লেগেছে হৃদয়ে খুব,
জুম্মা বিদায় এসেছে দুয়ারে কেমনে দেবো তা ডুব।
দিল্লির যতো মুসলিম আছে পরাধীনতায় ভাসে,
নামাজ পড়ার স্বাধীনতাটুকু নেই রমজান মাসে।


কেমন ঈদের নামাজ পড়বো; ভেবে দেখ একবার,
লকডাউনে দিল্লি ঝিমায় মানুষেরা ছারখার।
তামাম বিশ্ব দেখবে এবার অন্যরকম ঈদ,
বন্দীশালায় পড়বে নামায নিয়ে যে নিজের হৃদ।
আকুল চিত্তে সমাধান চাই মহান রবের কাছে,
জামাত বন্দী নামায আদায় সুযোগ দাও এ মাসে।


নতুন ড্রেসের মলাট ভেঙ্গে হবে না ঈদের সাজ,
সবার মনের স্বপ্ন ছিনিয়ে; করছে করোনা রাজ।
মনের আকাশে মৃত্যুর ভয় উঠেছে সবার ভেসে,
ঈদের আমেজ খাচ্ছে চিবিয়ে, করোনা সকল দেশে।