সভ্যতারই পাতলা চাদর ঢাকছে এখন রাষ্ট্র,
ভদ্রতারই গুমোট কান্না দেখলে লাগছে কষ্ট।
নারিও পুরুষ সবাই এখন ঘুরছে ঋতুর পাকে,
নগ্নতা সাজ ফ্যাশান মডেল সভ্যতারই বাঁকে।
যুবক পুরুষ পরছে পোষাক নাভীর নিচেও ঢের,
এমন প্যান্ট পরেছে সবাই নেই তো তেমন ঘের।
ইজ্জত সব বিলিয়ে দিচ্ছে মেলা মার্কেট ঘাটে,
অশ্লীলভাবে ঘুরছে মানুষ হাঁটছে রঙিন ডাটে।
নারি ইজ্জত রক্ষা করার বোরখা শ্রেষ্ঠ ঢাল,
ঢালের ফাঁকায় ফিলকি মারছে নারির গায়ের ছাল।
কেমন বোরখা চলছে এযুগে স্বাক্ষী সবার চোখ,
বোরখা নামের এমন কাপড় দেখলে লাগছে শোক।
সহীহ বোরখা পরতে দেখছি, বৃদ্ধা নানির দল,
যাদের চামড়া শুকিয়ে পড়ছে যৌবন হয় বিকল।
সম্ভ্রমহীনা মানবজাতির অস্তিত্ব হয় বেদাম,
মাকাল বিজের জন্য এখন বৃক্ষ কূলের বদনাম।
কুসভ্যতায় পোড়ছে এখন সম্ভ্রমহীনা জনকে,
মনের যমীনে ময়লার চাষ খুলে দেখ ওই মনকে।
কাপড় ধুইলে সাবান সোডায় সুদ্ধ হচ্ছে ময়লা,
কোন্ মেডিসিন দিলে আত্মায় ধৌত হয় সব কয়লা?
অস্তিত্বহীন মানুষগুলোর রয় কি ভবের হাটে?
মৃত্যুর আগে পৌঁছায় তারা অকাল মৃত্যু ঘাটে।