রুপের আচঁল বিছানো তরী
ফাঁকা নেই কোন ঠাঁই,
সবুজ চাদর মুড়ানো দেখি
সারা বাংলার গাঁয়।


রুপের সুধা চুয়ে পড়ে
ধান ক্ষেতের ঐ মাঠে,
শিশির ফুলের মালা গাঁথে
প্রতি রাত প্রভাতে।


উতলা মন নেচে উঠে
মুক্তো শিশির কণায়,
ক্লান্তির  আজ নেইত ঠাঁই
পালায় আপন ডানায়।


আঁকা-বাঁকা নদের বুকে
মাঝির নাউয়ে পাল,
রাখাল ভাটিয়ালী গানে
মাঝি মিলাই তাল।


দাঁড় টেনে লোক পারায় মাঝি
সেটা তাহার পেশা,
ঝিলের বুকে আহার খোঁজে
সেটা বকের নেশা।


রুপের বাংলায় যৌবণ থাকে
ষড়ঋতু জুড়ে,
এমন রুপ পাবেনা আর
অন্যদেশ পুরে।