সৃষ্টি সৃজনের শ্রেষ্ঠ তুমি,                                           তোমার পদবৃন্তে আমার শিয়রখানি।                              সর্গের নির্মল বাতাসের মতো,
সচ্ছ তোমার হাসিমুখখানি।
সর্গ যেথায় পরিয়া ধুলায়,আনন্দ গান গায়
সেথায় তুমি রাখিও মোরে একটু ভালোবাসায়।
দেখিলে তাহার কোমল বদনখানি
অন্তরে ধ্বনিত হয় সুখের মর্মবাণী।
জঠরে তাহার জন্ম আমার
যেথা যাই যেথা ঘুরি,সেথায় ফিরি বারবার।
জানো কি না জান তোমরা,
সেই প্রিয় মুখখানি।
সে যে আমার মা জননী,
একটু অভিমানী।