বাংলাদেশ আমার প্রাণের বাংলাদেশ, তোমাকে জানাই সু-স্বাগতম!
বাংলাদেশ আমার সোনার বাংলাদেশ, তোমাকে জানাই অভিবাদন!
আজোও সহসা জেগে উঠে চোখে ৫২’র ভাষা আন্দোলন
জয় বাংলার জয়’ স্লোগানে লাল-সবুজের পতাকা উত্তোলন
তুমি এসেছ রেসকোর্স ময়দানে লাখো জনসমুদ্রের উত্তাল ঢেউয়ে
তুমি এসেছ বোনের খান্ডবদাহন আর কান্নার রক্তগঙ্গা পেরিয়ে
তুমি আমার ভাইয়ের রক্তে আঁকা শোভিত উজ্জ্বল শহীদ মিনার
ধ্বংসের লীলা থেকে বেড়িয়ে আসা তুমি ষোলকোটি পরিবার
বাংলাদেশ আমার প্রাণের বাংলাদেশ, তোমাকে জানাই সু-স্বাগতম!
বাংলাদেশ আমার সোনার বাংলাদেশ, তোমাকে জানাই অভিবাদন!
কে রোধে সেদিন কবি নজরুলের আগুনলাগা বজ্রকণ্ঠবাণী
তুমি অমর অক্ষয় চেয়ে আছ জীবনানন্দের অমৃত কবিতাখানি
স্বাধীনতা তুমি আসবে বলে পুড়েছে গ্রামের পর শত গ্রাম
শুনেছি মুক্তির বাণী ’এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম’
বাংলা আমার জলন্ত সরোবর সমুদ্রের বুকে আঁকা পদচিহ্ন
বিশ্ব ইতিহাসে লেখা ’সাবাশ বাংলাদেশ, তুমি এক বিস্ময় অনন্য!
বাংলাদেশ আমার প্রাণের বাংলাদেশ, তোমাকে জানাই সু-স্বাগতম!
বাংলাদেশ আমার সোনার বাংলাদেশ, তোমাকে জানাই অভিবাদন!