তুমি কি পারবে ফিরিয়ে দিতে আমায়,
ছেলেবেলার বুষ্টুমি গুলি?
অজস্র-স্বপন ছিলো নানা রঙ্গে মিশ্রিত,
ছিলো হরেক রঙ্গের ধূলাবালি!


মায়ের মুখে শেখা বুলি নব-নূতনের
নবান্নের--কথার--ঝুড়ি
এ পৃথিবী ছিলো দ্বিতীয় স্বর্গ আমার:
ছিলো সব অরুণ কিশোর-কিশোরী।


'শৈশব বুঝি আসলেই মায়ের মূরতি;যা
কখনো ভুলা যায় না!'
'স্মৃতি শুধু কাঁদায় কখনো হাসায় না;হউক
সেটা সুখের নতুবা দুঃখের বেদনা'


জানি তুমি পারবে না,কেউ পারবে না জানি
সেই দিন গুলি ফিরিয়ে দিতে!
দিন চলে যায়,মানুষও হারিয়ে যায়,কেবলই শস্য
থাকে বিম্বিসার অথবা তিলোত্তমার জগতে।



_________
  ১৫/০৪/১৭
অমর একুশে হল,
ঢাকা বিশ্ববিদ্যালয়