শারদ-বেলাকে আগলে ধরে
কাশফুলেরা যাচ্ছে ঝরে
আসলো ফিরে প্রকৃতিতে নব হেমন্তীকা ,
ফুলে-ফলে আর পল্লবেতে
গগনতটে চাঁদের থালাতে
জ্বালিয়ে দিল কে জ্যোৎস্নার প্রদীপশিখা ?

ঝিরি-ঝিরি শিশির ঝরে
ভূঁইচাপা আর ঘাসের প’ড়ে
ভোরের কিচিমিচি কোলাহল কদম্বকাননে ,
প্রজাপতির রঙ্গিন কাটা
সোনার ডানা; সরষে বোটা
ছুঁইয়ে দিলো হেমন্তক্ষণে কার্তিকের নবান্নে ।

মাঠে মাঠে সোনার ফসল
হাসি মুখে কৃষাণের দল
ধান ধেয়ে সারি গেয়ে ছুটে আপনা ভুঁই ,
প্রভাতপ্রাতে রৌদ্রে সবে
খেঁজুর রসের নানা উৎসবে
মেতে উঠে; সূর্য্যি টুটে হেমন্ত ছুঁই ছুঁই ।

ছবির দেশের ষড়ঋতু
বক্ষে ধরি কতই মধু’র
সদা আনন্দ বাউল একতারা হাতে বলে ,
হেমন্তের এমন ঋতুতে
আজ চাহে মন হারাতে
কার্তিকের নগ্ন-কুয়াশায় সকল যাতনা ভুলে ।