সত্যি বলছি, সত্যি বলছি, বলছি দিব্যি সত্যি-
আজগুবি নয়, আজগুবি নয়, মিথ্যে নয় একরত্তি
কাল রাতে যা ঘটে গেল, ঘুমের ঘরে স্বপ্নে মোর,
কে পারে আর আমার সঙ্গে, গাত্রে এলো  আলীর জোর!'


বাবুমশাই নন্দগোসাই, লিখে দি'ল কর্ণফুলীর দিস্তাতোলায়,
কে আছ আজই ? খেলতে রাজি কুস্তিবাজি পোস্তাখোলায়!'
'বাবুরাম সাপুড়ে, বলে দে অন্তঃপুরে খেলা হবে দুপুরে-
ঠিকঠিক সঠিক 'কে জিতে কে ধিক, বুঝে নেব বাপুরে।


যেই বুদ্ধি ভেজাই শক্তি-বোঝাই কুস্তিগীর গঙ্গারাম,
এক কিলেতেই পীলের ব্যথায় পালায় বলে রাম! রাম!
ডাল-তলোয়ার বীর দিলওয়ার, দেখলে তার কাণ্ডটা,
এক কোপেতেই কুপোকাত, ছিনিয়ে নেই তার মুণ্ডুটা।


পাহাড়তলি শহরগলি দিব্যি নাম করা যে পালোয়ান,
ছিটকে গিয়ে ভিটকে প'রে, বলি জান নিয়ে টানটান
কালকি ছিলাম রাজার রাজা, কুস্তির রাজা খালি হাতে,
কে লড়বে অমন কচুপোড়া ? সাধ্যি কার আ'লী সাথে


স্বপ্নের মতো হতাম যদি বীর পালোয়ান সৈনিক,
ভয় কি মনে আলীর মতো লড়ে যেতাম দৈনিক।'