.          যাবার বেলা দিও দেখা!
অস্তপারে ক্লান্ত বেলা কানন ঘিরে ডুববে যবে একা একা ।


           পিয়াল বনে পথের মাঝে,
           পথ হারিয়ে সন্ধ্যা সাঁঝে;
           সাঁঝের মায়ায় কেবল অবেলায়
                 ডাকবে কুহক ডাকবে কেকা ।


ডাকবে তারে ঐ পথের ধারে, ভুঁইচাঁপার দল উথলে মরে
যাবে বলে; এখনি নামবে আঁধার ডুববে আলোক পারাবারে ।।


           বলবো তোমায় কিছু কথা,
           জমানো কথার মালা গাঁথা;
           গাঁথা মালার মুকুলে ব্যাকুলতার
                 নীরবে জ্বলে মরা ছবি আঁকা ।



_________
  ১৮/০৪/১৭
অমর একুশে হল,
ঢাকা বিশ্ববিদ্যালয়