বিষণ্ন পাতা ঝরা অশ্বত্থের মতো অধীর আগ্রহে শিকড় গেড়ে
আমি ঠাঁয় দাঁড়িয়ে আছি; তুমি ডাকবে সাহসী কণ্ঠে__
আযানের নিদারুণ মন্ত্রধ্বনি__কানে আসে ভেসে
আশ্বিনের চঞ্চল হাওয়া নিঙরায়ে
শ্রান্ত__মৃদু__কলরবে সিন্ধুসারস শুধায় নির্জন তটে :
                      পৃথিবীর সমস্ত প্রীতির কোলাহল বৈতরণীর নীড়ে
কে আর খুঁজে কবে অন্ধকারে পৃথিবীর পথে বিশ্ববীণার মাগে
কতবার জাগিয়াছি আমি মুহূর্তের জন্য অগনিত নক্ষত্রের রাতে
ব্যর্থ হয়ে ফিরেছি সমস্ত শরীরে আর সুরের লহরী লীন হয়ে আসে বাতাসে
                                      অল্পবয়সী নারীকণ্ঠে
                                      তুমি যখন
চোখে চোখ রেখে বলো, 'যুগে যুগে শতাব্দী ধরে ভালোবাসিয়াছি তোমারে,
আমাদের প্রেম নিঃসাড় ইতিহাস হয়ে রবে জনমে জনমে লক্ষ-কোটি অন্তরে!'