আজিকে আঁখি মেলি দারুণ প্রভাতে
দখিনদ্বারে বইছে হাওয়া,
শিহরদোলে আসা যাওয়া__
হেরিনু নব শারদ প্রাতে ।


চাঁদের গায়ে আজ যত জ্যোৎস্নার রূপ
যত জারুল, বেলি, ঝিঙে সব
পুষ্পটিয়া উঠিল ঢের অসম্ভব_
রূপে, স্নিগ্ধ শারদ শুভ্রতার স্তুপ ।


ফালিফালি আকাশে ধবধবে রোদ্দুরে
ক্ষণে ক্ষণে নীল গগনেতে,
পালতোলে হায় একসাথে__
রাশি রাশি মেঘ ঘুরে-ফেরে ।


চারিদিকে মাঠে মাঠে কেবল ফসলের ধুম
দোয়েল গায় ফিঙে ডাকে,
ভরা নদীর বাঁকেবাঁকে___
কাশফুল উড়ে ফোটে ঝুঁমঝুঁম ।


হাঁসের ভিম কোলাহল আঁকাবাঁকা জলে
নবমুকুলিত কাশকাননে,
আগমনী বার্তা পাখির গানে__
শরৎ এল্ শরৎ এল্ গো চলে ।