সত্য বল তুই বলরে
                   মিথ্যে বলে কেউ বলুকরে
ওতোর ঘরের পাণের__বাইরে,
কুৎসা রটায় কেউ দেখিস'নে চাহিরে
            আজই নিন্দুকের বীণা উঠবে বেঁজে
            ওতুই আপন পথে যদি চলিসরে ।


তোর হিয়ার মাঝে আজ যাচে,
বুঝি মন্দ বলে কেউ পাছে
            মন্দ লোকের কাজ মন্দ বলা
            তুই দেখিসনে তাহার বাহু ডোরে।


আজ দোস খুঁজে যে তোরই মাঝে,
সকাল বিকেল আর সন্ধ্যা-সাঁঝে
            সেই দেখিস তব তোরই পাণে
            -রইবে বুঝি মাথা নত করে।
    


                              গীত কবিতা,
_________
   ০৪।০৪।১৭
অমর একুশে হল
ঢাকা বিশ্ববিদ্যালয়