শ্রাবণের রাতে আমি ও প্রিয়া


শ্রাবণের রাতে আমি ও প্রিয়া
অঝোরে বৃষ্টি  গাঙে ব্যাঙের ঘ্যাংর ঘ্যাং


নিরব নিভুতে হয়ে যাচ্ছে
ব্যাঙের বিয়ে।


সেই রাতে দেখা হল
আমার প্রিয়ার সাথে
অনেক কথা অনেক ব্যাথা
দু'জন দুজনার হলো কথা
আমি ও প্রিয়া শ্রাবণের রাতে


আমার প্রিয়া হয়েছে অন্যর সঙ্গী
ঐ নিষ্ঠুর নিয়তির অবহেলায়


আমি ও প্রিয়া শ্রাবণের রাতে
হাতে হাত ধরে বলেছি
যেতে দেব না তোমায়


যত বাঁধা আসুক সব মানিয়ে নেব
আমি যে তোমার অপেক্ষায় এখনো

প্রিয়ার মুখের বুলি
আমি হয়েছি অন্যর ঘরনি
হাত ছেড়ে দাও তবে শেষ দেখা


বিধাতার কাছে শপথ করেছি
অবুঝ স্বামীরে আর দেব না ব্যাথা