যদি আত্মহত্যা না হত মহাপাপ,
আমি করিনি বলে দিত অভিশাপ।
আমি যেন বেচে আছি হয়ে একটা মিথ্যা,
তবে বেছে নেইনি এই নিষ্ঠুর আত্মহত্যা।
এজীবন হয় তুলনা নিষ্ঠুর এক খেজুর কাটা,
অপবাদে অপযশে সুখের নদীতে ভাটা।
যেন হয়ে আছি দুশমন সবার তাইতো যায় ভুলে,
নেয় তুলে প্রয়োজনে আবার দেয় ফেলে।
আমি হতে পারিনি আপন কারো হয়েছি পর,
শুধু শুধু আহাজারি কষ্ট জীবন ভর।
তুমি মরণ দাও, আমি বাচতে চাইনা ওহে সত্তা,
তবে খেল যত আমায় নিয়ে করছিনা আত্মহত্যা।