আমি খন্দকার সামছুল ইসলাম
শ্যামপুর,পলাশবাড়ী,গাইবান্দা
---------------------------
আমি আলোচনা বিভাগে এই প্রথম আসলাম,কেন আসলাম পুরাটা পড়লে জানতে পাড়বেন।
ছোট্ট গ্রামের এক গরীব বড় পরিবারে ১৯৬০ সালে আমার জন্ম,বাবা অনেক গরীব ছিল তাই আমিও গরীব হয়ে জন্ম গ্রহন করেছি।
আমাদের পরিবারে ভাই বোন দশ জন ছিলাম এখন আট জন আছি,আমি তিন নাম্বর।
আমাদের ছোট রেখে বাবা মারা গেছেন! অর্থে অভাবে কেউ লেখাপড়া করতে পারিনাই।
অন্যবাড়ীর ছেলে মেয়েদের লেখাপড়া দেখে কয়েকটা বর্ণ শিখেছি এই আমার শিক্ষা।
ছোট বেলা থেকেই আমি একটু একটু গল্প বলতে পাড়ি,ছন্দ বলতে পাড়ি এটাই আমার উৎস।
আমি নিজের হাতে কবিতা লেখতে পাড়ি না,মুখে বলি অন্যদের টাকা দিয়ে লেখে নেই।
সুতারাং আমার কবিতায় বানান ভুল,শব্দের ভুল থাকতেই পাড়ে তাই বলে আপনারা তো আমাকে বনচিৎ করতে পারবেন না।


বি দ্র: বাংলা কবিতার ওয়েবে আমি যে কবিতা গুলো দেই, সেগুলোও একটা ছেলের মাধ্যমে,আমার এই লেখা গুলোও তার মাধ্যমে লেখে দিলাম।