আজ করবো না করবো কালি
এই ভাবে দিন গেল চলি
মালিক হিসাব যদি চায়
দিন ফুরায়া যায়রে আমার দিন ফুরায়া যায়।


নামাজ রোজা শত সোজা
জীবন পন রাখলাম কাজা
আরো কত ব্যক্তি গত
পাপের বোঝা বাড়ছে শত
পাপের বোঝা মাথায় লয়ে
ঘুমে কাটে জনম ভরে
দেশ হইতে দেশান্তরে
এদেশ ছেড়ে আপন দেশে
অন্ধকার কবরে এসে
হিসাব লবে ফেরেস্তা সবে
সাগর জল কলম কালি
লেখতে হিসাব যাবে ফুরি
তবু মালিক হিসাব ছাড়বে লয়
হালাল হারাম নাহি বাচি
মিথ্যা কথা ভালোবাসি
পেটের দ্বায়ে মুসাফির
ঘুরে ফিরে নাহি স্থীর
অনাহারী অত্যাচারী
কেমনে ভাবে সহ্য করি
পরের আশায় প্রানে পুরি
রইবো না-কেউ আপন ফরে
খানা খাদ্য সব আছে
আছে তবু নাহি পাশে
কিন্তু আমি লক্ষি ছাড়া
ভাগ্য লক্ষি মনটা হারা
ভাবতাম যদি আগে শেষে
মৃত্যুর আগে আকাল আসে
দেখে ধন বোঝে মন
নিবার মত নাইরে আপন
নছিব যদি হইতো ভালো
বিদ্যা ফুটায় জ্ঞানের আলো
গরীব বুঝি হইছি কেন
চায়রে মন ধন বানো
ঘুমের মত রইছি কেন
জেগে থেকে নাহি দামো
মহা জ্ঞানি বড় ধনি
সৃষ্টি ছাড়া নাহি জানি
যাহা জানো তাহা ভালো
মিথ্যা ছাড়ো সত্য বলো
হারাম ছাড়ো রোজা রাখো
সব কিছুতেই সত্য বড়
মধুর চেয়ে মিষ্টি বাণী
শুধু মোদের জবান খানী
এই জগতে জনম থানা
কবর বাড়ী শেষ ঠিকানা,মানব জাতি ভাই


দিন ফুরায়া যায়রে আমার দিন ফুরায়া যায়