ওগো পাহাড় ক্রন্দসিনী
বয়ে চলো নিরবধি দুকূল বোধিনী
সরসা চঞ্চলা উন্মাদিনী, অঝর বৃষ্টির ধারায়
বেগবান স্রোতস্বিনী,
ওগো প্রিয় পাহাড় রানী।


শত পাহাড় পদ ধুলি ধুয়ে যাও
দূর দেশ হতে আসা
ওগো পাহাড় ঘরনী।
ব্যাকুল তোমার গর্জনে, মাঝিহীন নৌকারা
ছুটে প্রাণপনে অজানার অনাশ্রয়ে
তোমায় রুখে এমন নেই কোন কূলপতি
তবুও তোমারি পরশে খোঁজে অমরাবতি।
তুমি কখনও বিলাও পরম তৃপ্ত সুধা জল
তোমারি কৃপায় আজ দেহমন সুশীতল
তোমার সরু আকাঁ বাকাঁ দেহ খানি
বিশাল পাহাড় করে বিভাজন, বয়ে চলার ভঙ্গি
সবুজের বুকে গড়েছে সখ্য, হয়ে চির সঙ্গী।


ওগো পাহাড় নির্ঝরিনী
তোমারি বুকের অপার কৃপার জলে
অনেকেই শোকের জ্বালা মেটায়
তোমার কাছে তুচ্ছ, দু’ফোটা নোনা জল ফেলে।


ওগো পাহাড় কন্যা
চির যৌবনা চঞ্চলা সাঙ্গু নদী
তোমার একাকী নগ্ন চলার পথে
কতজন না হয়েছে সঙ্গী, তোমার অঙ্গ শোভা ভালবেসে
কত যে পথ ভূলে তোমারি গতিতে গেছে মিশে।


ওগো সুমোহিনী দেহ বল্লরী
তোমার করুনা অপার অসীম
বর্ণনাহীন তোমার কৃতজ্ঞতা
তুমি বয়ে চল নিত্য তালে, ছন্দে
তোমার কাছ থেকেই যেন শেখা, মহানুভবতা ।


(15/6/12 বান্দরবান)