পৃথিবীতে মানুষের চাওয়ার কোন শেষ নেই
কন্টকাকীর্ণ পথ চলতে যেমন চাই বুট
নিজেকে সুন্দর করে সাজাতে
চকচকে সানগ্লাস আর রঙ্গীন স্যুট।


দিন শেষে শ্রমিকের ঘাম মুছতে
যেমন নেই গামছাটা, পরনের লুঙ্গি
পূরণ করে ঘাম মুছার অভাবটা
শেষ নেই মানুষের চাওয়ার স্বভাবটার।


পথ চলতে চটলতে রোদের খরতাপে
কেউ চায় ছাতা
সবুজ মাঠে কৃষকের মাথার উপর
সূর্য্যের দাবদাহ কিছুটা মেটায় গাছের পাতা।


একেই বি বলে অভাব?
এখনও বুঝতে পারছি না
অভাবের কি আছে আর ব্যাখ্যা?
তবু দেখি পারি কিনা বুঝাতে, আর কি আছে অভাব;


মায়ের নিকট পায় সন্তান অফুরন্ত ভালবাসা আর স্নেহ,
মা চায় সন্তানের ভালবাসা আর সহযোগিতা
বৃদ্ধ বয়সে যখন একাখী চলা হয়ে পড়ে অসম্ভব
তখন সন্তান খুঁজে বেড়ায় অন্য সুখ স্ত্রী আর ...।


যেখানে পিতা সংসার চালাতে হিমশিম খাচ্ছে
সেখানে অবাধ্য ছেলে শত আবদার
অসাধ্য হলেও চেষ্টার কমতি নেই
তবু ঘরে ফিরে ক্লান্তির প্রশান্তি বাধ্য মেয়ের বাবা ডাক!


আবার কখনও পরিবারের শত অভাবের মাঝে বেঁচে থাকা, ভাইয়ের সাথে ভাইয়ের দ্বন্দ
সবাই চায় একা থাকতে কোন ঝামেলা চায় না
পিতা-মাতাকে বোঝা বলে মনে করে;


অথচ যে পিতার রক্তের শোষিত অনু থেকে
মাতৃগর্ভে বেড়েছে, যে মায়ের দেহাভ্যন্তরে আকঁডে ছিলে দশমাস, যে মা শত বেদনা সয়ে
দেখিয়েছে পৃথিবীর আলো তাকেই আমরা ভাসতে চাই না ভালো।


কিসের জন্য আজ ঘরে ঘরে ভাঙ্গার সুর
চারদিকে হাহাকার ক্ষুধার জ্বালায়
বৃদ্ধাশ্রমে ঠাই মেলে বাবা-মার
কিসের অভাবে এমনটা হচ্ছে অহরহ
মানুষের ভালবাসার অভাব
নৈতিকতার অভাব, শিক্ষার অভাব
অর্থের অভাব শুধু অভাব আর অভাব।


হয়তো কিছু লাঘব হতে পারে
যদি মূল্যবোধ ফিরে আসে মানুষের
হয়তো কিছু সুখ আসবে
এ ভব সংসারে যদি দুর হয় অভাব!


(11/11/2014)