এভাবেই চলে যেতে হয়
গৃহত্যাগী সন্ন্যাসীর মতো,
খুব নিঃশব্দে, হুট করে।
যাওয়ার কারণ বলতে নেই।


এমন শীতের শেষে, ফাগুন মাসে
হু হু করে বাতাস বয়ে যাওয়া
মন খারাপ করা সন্ধ্যাবেলা,
চলে যেতে হয় খুব নিঃশব্দে!


চলে যাওয়ায়
কেউ মন খারাপ করুক
কেউ কাঁদুক
কারো হৃদয় চূর্ণ বিচূর্ণ হোক
সেটা নিয়ে ভাবতে নেই!
লাভ-লোকসানের ওজন মাপতে নেই।


এভাবেই চলে যেতে হয়...



২৩ ফেব্রুয়ারি ২০২৩
মাগুরা