গাহি আজ কৃষকের গান
পৃথিবীর বুকে কঠিন যাদের প্রাণ,
ক্ষুধার দেশে দারিদ্রের দেশে
দুঃখ ক্লান্ত পরিশ্রমে॥


তবু থামেনা জীবন অভিযান
শ্রমে শ্রমে ঘাম,
শূন্য মাঠ ভরে তোলে
ফুল-ফল আর ফসলে॥


শুধু আজ গাহি তাদেরই গান
ধরনীর তীরে করুনার প্রাণ,
তাদের শত কষ্ট শ্রমে
আহারের সুখ তৃপ্তির প্রাণে॥


তাইতো আজ বন্দনা করি তাদের
গেয়ে যাই গান,
এই পৃথিবীর নব কূলে
আপন মনে মুগ্ধ প্রাণে॥