রাঙা সাজে ফর্সা মেয়ে
কোথায় তুমি যাও?
ও মেয়ে কোথায় তোমার গাঁও
একটু ফিরে চাও?


ঐ দেখা যায় আম বাগান
ঐ আমাদের গাঁ,
ঐ গ্রামেতেই থাকি আমি
তবে ছেলে আমার সাথে কী কথা।


ঘুম হতে আজ জেগে দেখি
শরত্‍ রানী একা,
পাগলা হাওয়ায় উদাস আমি
তোমার সাথে দেখা।


ও ছেলে তুমি উদাস কেন
কই হয়েছে দেরি,
সারা গাঁয়ের চিঠি এসেছে
কাকে যে বন্ধু করি।


সন্ধ্যা বেলা বলবো কথা
এখন তবে যাই,
দুজনে দেখি ফিরে ফিরে
নতুন কিছু চাই।


সন্ধ্যা রাতে চাঁদ উঠেছে
ফুলের সুবাস ভাই,
রাঙা সাজে শরত্‍ রানী
তোমায় শুধু আমি চাই।