তোমার মুখটি দেখেছি আমি
একজোছনা মুখোরীত উজ্জ্বল নোভাতে,
তুমি হাতে হাত রেখেছিলে স্বপ্নে
হঠাত্‍ চম্কে  ঘুমভেঙ্গে গেল প্রভাতে।
.
পাখির কলকালরির মতো তোমার কণ্টধ্বনি
শুধু এসে আমার দু'কানে পড়ে,
উঠিউঠি ভেবেও আমি উঠতে পারি না
দু'চোখে শুধু দুষ্টুকল্পনা ঘোরে ফিরে।
.
অবশেষে তুমি একাকী পালিয়ে গেল
দিনের আলোয় লজ্জা পেয়ে,
তোমার দীঘলকালো চুলগুলো পড়ছিলো
আমার চোখে মুখের পর চেয়ে চেয়ে।
.
ও যেনো ছিলো এক ডানামেলা উড়ন্তপাখি
খিলখিল করে হেসে চলে গেল মাধবী,
মুখ তার ফর্সা চাঁদের পরী শিল্পীর
রঙতুলিতে আঁকা ছবি
ইচ্ছে করে
ভালোবাসায় সুঁতোয় ধরি।