ভালোবাসা জমাট হলে চোখ হয় নদী
ভোরের ঘাম ঝরা নিওরের মতোই ঘন অন্ধকারে
চোখ থেকে ঝরে গেল একফোঁটা অশ্রু নয়
হয়তো রাতের ওলান চুঁয়ে বিষাদের নীল দুধ।
বুকের অভিধানে লুকিয়ে থাকা ল্যাম্পপোষ্ট খামচে ধরে আত্নার গহীনে।
ইথারে ইথারে ছড়ানো শব্দকোষ
ডাক দিয়ে যায় মেঘের চাতালে।
দীর্ঘশ্বাসের খোসায় জমে থাকা দিনগুলো পোড়ে অচেনা রোদে।
সূর্য্যমূখী ভোরের প্রত্যাশায় কাটে তোমার রাত।


এখানে কাঁচের দর্পণে ছাই রং অবয়বের প্রতিবিম্বে
ভূল পথিকের রক্তজবা হাহাকার।
মেঘবালিকা,
হয়তো আমিও একদিন গান হবো
নিয়নের আলোয় বৃষ্টি হয়ে ঝোরে যাব
তোমার প্রনয় রাতে।
#
১৬/০৪/১৭