তোমার হাসির রং আমি চিনি
জলরং হাসিতে ডাকতে চাও
পুড়ে যাওয়া জোছনায় নির্জন অমাবস্যা।


কালের যাত্রায় আমিও বিমূর্ত পথিক
দিনান্তে বয়স্ক সূর্য্য মৃত্যুর প্রহরে যখন
শঙ্খের মতো কেঁঁদে যায় সন্ধ্যার বাতাসে
অফিস পাড়ার লোকেরা ফিরে আসে জীবনের প্রচ্ছদে।


তখনো পথ চলি ধূসর সন্ধ্যার বিষন্ন সরোবরে
জং ধরা স্বপ্নের অকাল মৃত্যু দেখে দেখে
দীর্ঘশ্বাস বলে আর কিছু নেই।


শুধু দিনযাপনের খতিয়ানে কিছু চেনা সময়
আর চলতি সাবেকের স্যাঁত স্যাঁতে সুখগুলো
হৃদয়ের খয়েরি পল্লীতে রোজ জড়ো হয়
নিহত স্বপ্নের জানাযায়।