কালের সিঁড়িতে মুখ গোঁজে চৈতালী দিন
ধূসর সন্ধ্যায় নীড়ভাঙ্গা পাখির কুয়াশা ভেজা চোখ
রাতের আঁধারে জেগে থাকে কবিতার ছন্দ পতনে
ডিম লাইটের আলোয় পর্দা ওঠা জানালায়
নেচে যায় বর্ষালী সময়
আবেশী হাওয়ায় ভেসে আসে ঝরাপাতার গান
রংচটা আবেগে বিবর্ণ স্বপ্ন সমকাল
দিন শেষে শূন্য হাতে ফিরে আসে
কাকভেজা ব্যর্থ গাঙচিল।


আর আমি মেঘের দেয়ালে ব্যর্থতার রঙ তুলিতে আঁকি
অনিশ্চিত আগামীর প্রচ্ছদ।