পৃথিবীর সব পাখি ঘুমিয়ে গেলে জেগে থাকে মনপাখি
রাতভর জাবর কাটে হৃদয় বৈয়মের সুবাসিত স্মৃতি
বৃষ্টি দূভিক্ষে মনের মৃত্তিকা সময়ের খরতাপে আরো সর হীন।
পতিত সনদে ধূলোর আস্তরণ বড়বেশী সর্দি বাড়ায়
কৃষকের সন্তান আমি দিন কাটে রোদ বৃষ্টি মাঠে
রোদ বৃষ্টি জলে দিনভর পদ্য লিখি নাঙ্গলে, পাচুনে।
হেমন্ত কিম্বা বসন্ত শেষে হাঁড়ির হালখাতায়-
আমার না দেখা দাদুর খড়মের শব্দের মতোন যোগফল শূন্য।