কবি, তুমি কালের চোখ অন্ধকারে ও দ্যাখ অপলোক,
আলোক ভোর
তুমি জীবনের ভাষ্যকার,মৌমাছি
গোলাপ থেকে খুজে আনো মধু
বোলতারা পায় বিষ
তুমি দশকের অবাক সূর্যোদয়
দৃষ্টির সীমানায় সবুজ দিগন্ত
হাতের মুঠোয় সোনালী ফসল
ফসিলের মিছিলে আমাদের ভেজা সাহস
না ফেরার দেশে নির্বাসিত সাদা কালো স্বপ্ন রুটি
সময়ের উনুনে তাপ দাও সভ্যতার আগুনে।


কবি তুমি ঘরামি
দ্রোহের খুটিতে শব্দের বেড়ায় স্বপ্ন প্রলেপে
সাজাওকবিতার ঘর