সময়ের শেকড়ে স্মৃতির রসদ
রংধনু চোখে ঝরায় মেঘেদের শাল দুধ
ক্ষয়িষ্ণু ভূগোলে ইতিহাস হয় বিগত দিন
জোকির আলোয় নিবু নিবু তরল সুখ
শিশিরের গায়ে ঝরে আগামীর কান্না
ঘাস ফড়িংয়ের পিঠে ওড়ে চমৎকার সকাল
খরচের খাতায় জমা পড়ে তৃপ্ত দুপুর,দীপ্ত বিকেল
ঊবর্শী সন্ধ্যা হেটে যায় অচেনা গলিতে-
রাতের বুকে নেমে আসে যন্ত্রনা কাতর হতাশার সন্ত্রাস
বিলাসী কবির ঘরে
সদ্যস্নান করা কবিতার নগ্ন দেহ ভেসে ওঠে ক্যান্ডেলের আলোয়।


আর আমি কলমের নিবে একে যাই
শতাব্দির পাড়ে পৌরাণিক কালের স্বাক্ষর