জানালায় ওৎ পেতে থাকে
ডানা ভাঙ্গা স্বপ্ন প্রজাপতি
রাতের চোখে নিঃশব্দ কান্না
পোয়াতি আবেগে স্মৃতির জলমেঘ
জন্ম দেয় দ্বিধার দেয়াল
বসন্ত এখন নিষিদ্ধ প্রত্যাশা।


আচ্ছা! তোমার বাসমতি ধান চোখে
আজো কি ঝরে শিশিরের ঘ্রাণ?