দ্বিধার সমীকরণ যদি হয় সমাধান
বিয়োগের শব্দ মুছে দেবে অভিধান
বেদনার নীল জল শুষে নিক সূর্য্যের সাগর
চাতক হৃদয়ে চৈত্রের অবসান
ঊষর ভূমিতে বাজুক ফসলের গান।


তোমার মুখ দেখে দেখে -
দখিনা বাতাসে ওড়াবো বিজয় নিশান
যদি মিথ্যে করেও বলো ভালোবাসি।