আকাশের ভাজ খুলে মেঘের দেয়াল চুয়ে
জীবনের বাতিগুলো নিভে আসে মেঘলা সন্ধ্যায়
নির্সগের মতো ধূয়ে যায় স্বপ্নের হায়াৎ
বাতাসের পিঠে উড়ে আসে চলতি অতীত..........
এখানে ঘন সন্ধ্যা বৃষ্টি আছে শ্রাবণ নেই, রঙ আছে রংধনু নেই।


শ্রাবণের পোয়াতি মেঘগুলো ধ্রুপদী সুখে আছড়ে পড়েছে তোমার উঠোনে
হয়তো যমজ চোখে উপভোগ করছ খুউব..........
হয়তবা ক্যান্ডেলের আলোয় স্বপ্ন বুনছ আগামীর।
আচ্ছা! এখনো কি বেলকোনিতে দাড়িয়ে বৃষ্টি ছুয়ে দেখ
ভেজো কী আগের মতোই বুনো বৃষ্টিতে
বাসি ভালোবাসা আজো কি বাচিয়ে রেখেছ ফরমালিনে।
নাকি আত্নার পচন ধরেছে।


এবারের বরষায়-
খুব ইচ্ছে করে
আমি বৃষ্টি হবো ছুয়ে যাব বেলকোনিতে তোমার।