নূপুরের  মসৃণ শব্দে ভেঙ্গে যায় নির্জলা ঘুম
অন্ধকারে জেগে থাকে কুয়াশাময় রাত
প্রণয়ের ডগায় রোদেলা ভোর
পাখির হৃদয়ে রেখে গেলাম একশিশি আদর।
প্রশ্নবোধক চিহ্নটাকে সরিয়ে নিলাম অভিধানে
নাটাইহীন ইচ্ছে ঘুড়ি ছড়িয়ে দিলাম কাব্যিক আকাশে।
কবিতা তোমায় দিলাম-
এক চিলতে রোদ,চলন্ত সময়ে আগামী শরৎ
জীবন থেকে কুড়ে আনা মখমলে দিন
শব্দের শেষ চাদরে লিখে দিও সময় অর্থহীন।
আবিরের ঠোটে রক্তের দাগ
কী লাভ আর শালিকের ডানায় স্বপ্ন একে?
তার চেয়ে সেই ভালো
প্রজাপতি হয়ে উড়ে যাও মেঘমুক্ত অন্যকোনো আকাশে।