জানো,ভাসমান মেঘের কোনো নাম হয়না,ঝরে পড়া বৃষ্টিরও।
তেমনি আমিও পাতাহীন শিমুলের ফুল অথবা আরতিতে শঙ্খের সুর
কিম্বা পৃথিবীর চোখে মাংসের কঙ্কাল।
জয়িতা,শরতের পাতলা মেঘে মেঘে সাদা বকের সাঁতার কাটার স্বপ্ন
আজ কেবলি ধানসিঁড়ির মতো দৃষ্টির ভূল।
গোধূলীর বাতায়নে ঘরহীন রাখালের বাঁশির সুর
পাখির ডানায় একে দেয় জীবনের প্রতিচ্ছবি।
মাছের চোখের মতোই বাদাম চিবানো মৃত বিকেল
দীর্ঘশ্বাসের নদীতে বেওয়ারিশ লাশের নামান্তর।
নিশাচর পাখির মতো কাঠ ঠোকরা মন নিয়ে
হয়তো মুখবুকে রাতভর জেগে থাকো অন্য জোছনায়।
আমার আকাশে হাসে নর্তকী চাঁদ
ফসকা পোড়া সময়ে মুক্তি চায় জল বসন্ত দিন
বাস্তবতার সংসারে কল্পনাকে তালাক দিছি
তবু কেন জানি পিছু ডাকে পতিতা হৃদয়
কবি, তুমি মুক্তি চাও?
বুকে প্রেম পুষে মুক্তি হয় কি কখনো?