সর্ম্পকের দেয়ালে একখন্ড মেঘ রেখে গেল নীল হেদায়েত
কংক্রিট শহরে বোধের পৃথিবীতে ল্যাম্পেপোষ্টের দীর্ঘশ্বাস
স্রোতের নদীতে শেওলার নামান্তর।
ড্রিম লাইটের আলোয় জোনাকির মতো
হয়তো আমিও সময়ের প্রতিশব্দ।


উড়ে যাচ্ছ মেঘবালিকা?
যাও।
আমি তোমাকে ফেরাতে আসিনি।
আমিও সমুদ্র স্নানে যাবো চৈত্রের বুকে।
তুমি তো ব্যস্থ বর্ষা সঙ্গমে
ভালো থেকো মেঘবালিকা
চৈত্রের শুভেচ্ছা তোমায়-
আগামী বরষার অন্য কারো সবুজ জমিনে।
২৭.০৩.১৭