একটা সময় আমি তোমার জন্য,
শুধু তোমার জন্য কবিতা লিখতাম।
ফেসবুকে কবিতা পোষ্ট করে
তোমার কমেন্টের অপেক্ষায় থাকতাম।
তুমি বরাবরি আমার কবিতার প্রশংসা করতে-
প্রশংসা শুনতে কর না ভালোলাগে বলো
আমারও ভীষণ ভালোলাগতে,
তুমি আমাকে অনুপ্রেরণা দিতে
সুন্দর কবিতা লিখার জন্য।


মেসেনজারে কথা হতো আমাদের
তোমার মনে আছে সেই দিন গুলির কথা
আমার খুব মনে পরে তোমায়...


তুমি আমাকে বিরহের কবিতা লিখতে বলতে
কিন্তু আমি বিরহ নিয়ে লিখতে চাইনি!
তুমি অভিমান করতে,ভীষণ অভিমান...
বলতে সব কবিই বিরহের কবিতা
লেখে
কবি, আমার জন্য একটি বিরহের কবিতা লিখো প্লিজ।।


আমি তবুও লিখিনি বিরহের কবিতা,কারণ-
বিরহ নিয়ে লিখতে গেলে মনটা বিষণ্ণ হয়ে ওঠে;
আমার একদম বিরহ ভালোলাগে না।
তুমি বলতে ওমুক কবি, ওমুক কবি
বিরহ নিয়ে লিখে তুমিও লেখ কবি...
আমি এক দিন ভীষণ রেগে গিয়ে বলে ছিলাম
তুমি তাদের কবিতাই পড়ো
আমার কবিতা তোমাকে পড়তে হবে না।


তুমি আমার কথা রেখেছো
তুমি আর আমার কবিতা পড়ো না
কমেন্ট করোনা আমার সাথে কথাও বলোনা।


এখন আমি তোমার বিরহে বিরহী
এখন আমার হৃদয়ে শুধুই বিষন্নতা।
এখন আমি শত শত বিরহের কবিতা লিখি
এখন আমার কবিতার খাতা জুরে শুধুই বিরহ...
তোমাকে হারাবার বিরহ।।


তুমি কি আবার, আগের মত-
আমার জীবনে ফিরবে;
আগের মত, আমার কবিতা পড়বে
তুমি কি আবার, আগের মত করে...
আমায় কবি বলে ডাকবে???