আমরা তরুন শান্তি নিশাণ শাণিত মোদের কথ্য,
লালিত বুকে জাতির পিতা রহিতে বিন্দু রক্ত।


আসুক যতই ঝড়-ঝঞ্জা এগিয়ে যাবই সম্মুখে,
ভাঙ্গতে হবে জীর্ণ দেয়াল গড়তে হবে সোনার দেশ।


অন্ধকারে প্রহর গুনে রইছে যারা ভীরুর দল,
সব বুঝেও ক্ষান্ত কেন সময় থাকতে উড়াও পাল।


এ বুঝি না সে বুঝি না কিবা তাহার পরিচয়,
অন্যায়কে যে আগলে রাখে তারাই জাতির কলঙ্খময়।


ছদ্মবেশী মুখোশ পড়া শত নামের ঐ দৈত্য,
দিবা-নিশি মন্ত্র জপে তাইতো জাতির কষ্ট।


জনে-মনে বিদ্যা অনেক সোনার রবি পাই কোথায়?
জানার পড়েই মানতে হবে কাজেই মোদের পরিচয়।


অধমকে কেউ দাম করে না ইহাই পরম সত্য,
ত্বাজা প্রাণে বাঁজাই বাঁশি উজার করি মস্তক।


শান্তিকামী আমরা যুবক মোদের কিসে আছে ভয়,
রুদ্র কণ্ঠে বলতে পারি সত্যের জয় নিশ্চয়।