আজ মেঘ করেছে রে
বোধহয় বৃষ্টি হবে রে,
তবে কেন বসে আছিস
তোরা গুমটি মেরে ঘরে,
তোরা বাইরে বেরিয়ে আয়
সারা দিন যে চলে যায়,
বাদল যে  আজ ডাক দিয়েছে
গেলি রে কোথায়।


আজ পুকুর জলে বৃষ্টি খেলে
খই ফোটার ঐ খেলা,
আজ কোথাও নেই যে মধুচোরা ঐ
মৌমাছিদের মেলা।
আমি আছি একেলায়
তোরা থাকিস না হেলায়,
বাদল যে  আজ ডাক দিয়েছে
গেলি রে কোথায়।


আজ সবুজ বনের সনে
কি কথা হয় মনে মনে
টিপ টিপ আওয়াজে,
আজ আমার মনে প্রতিক্ষণে
বাদল দিনের আলিঙ্গনে
খুশির মাদল বাজে।
আজ মেতেছি খেলায়
তোরা আয়রে এ বেলায়,
বাদল যে  আজ ডাক দিয়েছে
গেলি রে কোথায়?