কিছু মানুষকে সম্মান করলে
তারা নিজেকে মহামানব ভাবে।
যেন দেবতা রুপে স্বয়ং ঈশ্বর
অব তারণ করেছে তাদের মাঝে।


কিছু মানুষকে ভালবাসলে
তাদের দেমাক যায় বেড়ে।
যেন ভবের যত ভালোবাসা
উচলে উচলে পড়ে
তাদের মনভবো দারে।


কিছু মানুষকে আপন করে কাছে নিলে
তারা যেন মাথায় ওঠে।
ভুলে যায় আপন অস্তিত্ব,
আল্লাদে আটখানে।


কিছু মানুষকে প্রশ্রয় দিলে
তারা যেন পেয়ে বসে
আটঘাট গুছিয়ে সাতঘাটে স্নান করে।


কিছু মানুষকে ছাড় দিলে
তারা নিজেকে চালাক ভাবে।
যেন বোকার রাজ্য শাষন করে
রাজ প্রশাসন বিনে।