বুকের ভিতর জমে আছে বহু দিনের  পুরাতন কিছু কথা
তোমাকে বলবো বলবো কিন্তু বলাই হলোনা।
বহু অপেক্ষার প্রহর গুনে
বহু পরিশ্রুতিতে  কথাগুলো মুখে এনেছি বটে,
তবে বলতে পারিনি তোমাকে স্পষ্ট করে
তাই গলার ভিতর দিয়ে নেমে যায় আবার সেই পেটে।


বহু উপমা দিয়েছি এই কথার ছলে
কথাগুলো দুচোখের মনিতে সাজিয়ে
আলতো করে চেয়ে থাকি তোমার পানে।
যদিও তুমি ছলো ছলো চোখে
বহুবার দেখেছো মোরে
মহিমার  ছলে ফেলেছো ছলনার দোরে
তবে খুজে দেখনি এ ভাষার মানে
মেলেনি প্রশ্রয় ভালোবাসে একটু ঠায়
তোমার কমল হৃদয়ে ।


আজ আর পারছিনা,
তোমাকে না বলা যত জমানো কথা
তিলে তিলে নষ্ট করেছে কলিজা।
সুখিয়ে গেছে আঁখি জল, ফুলে উঠে পাতা
বুক জুড়ে হা হা কার, আর অনলে পোড়ার জ্বালা।