এ বোল এ বাণী
যে ক্ষুদ্র কবিত্তমনার রাজ্যে খেলা করি
সব টুকু অবদান তোমার
অমর একুশে ফেব্রুয়ারি ।
যে জীব হতে জীবের সৃষ্টি
সেই সদা সে জাতীর জননী ।
মনবের মা জননী,বৃক্ষের বৃক্ষি
হ্নিঃস্র প্রানির হ্নিঃস্রি ।
সহে শত দুর্যোগ সহে জাতীর গ্রাশিতা
করিতে পুষপকে পুষপিতা ।
একুশে ফেব্রুয়ারি বাংলা ভাষার জনণী ।
তুমি ধরনীর বুকে  শ্রেষ্ট কৃতি ,শ্রেষ্ট সৃতি
আর বাঙ্গালির আত্তার অস্তিত,চির জীবিত তুমি ।
একুশ ফেব্রুয়ারি চাপা বেথা বুকে রেখে,
গৌরবে উল্লাস করি ।
একুশ এলেই পবিত্র শহিদ মিনারে,
পুষপে পুষপে করি শ্রদ্ধানজলি ।
ধরনির বুকে আছে কত সুজাতির সু ভাষা
তবে সখ করে শিক্ষে নায় কোন অবুলা
বাংলার মধুরতা বুঝেছে ঐ ময়না টিয়া ।