আমার জীবন নিয়ে করেছো নিঠুর খেলা
প্রেমের নামে করেছো ছলনা
সার্থ বুঝে চলে গেলে পিছন ফিরে চায়লে না।
তবে মনে রেখো সুর্বনা,
আমার ভালোবাসা কখনো মিথ্যা ছিলনা।
যখন তুমার বত্রিশটা দাতের আঠারোটা থাকবে না
যখন তুমার কটা চামড়াই থাকেবে না কোন যৌবনের লালসা
হরিনী টানা দু আঁখিতে থাকবেনা কোন নেশা
মেঘ বরন চুলগুলো হবে ধুসর সাদা
তখন এসে দেখিও
এই শ্রাবণ তোমার ভালবাসা নিয়েই করবে পূজা।
সে সময়ও আমি দিবো তোমায় স্ত্রীর মর্যাদা
যদি তোমার সামি গত হয়ে থাকো একা।
নিঃস্বার্থ ভালবাসা মানে না কোন বাধা
শোনে না সমাজের মন গড়া নীতি কথা।